সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যেন সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ায় এবং সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি এই সতর্কবার্তা দেন। খবর রয়টার্সের।
সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শিবানি লিখেছেন, ইরানকে সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। আমরা তাদের সতর্ক করছি যেন তারা সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ায় এবং আমরা তাদের সাম্প্রতিক মন্তব্যের প্রভাবের জন্য দায়ী বলে ধরে নেব।
এর আগে গত রোববার এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি সিরিয়ার যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ায় যারা এই অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং এর পরিকল্পনা করেছে, তাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়াবে সিরিয়ার তরুণরা।
তিনি বলেন, আমরা ভবিষ্যদ্বাণী করি যে সিরিয়ায় একটি শক্তিশালী ও সম্মানজনক দলও আবির্ভূত হবে। কারণ আজ সিরিয়ার যুবকদের হারানোর কিছু নেই। তাদের স্কুল, বিশ্ববিদ্যালয়, ঘরবাড়ি ও রাস্তা নিরাপদ নয়।
তিনি আরও বলেন, তাই, তাদের দৃঢ় সংকল্প নিয়ে অস্থিতিশীলতার পরিকল্পনাকারী ও বাস্তবায়কদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং তাদের পরাজিত করতে হবে।
সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। দীর্ঘ এই যুদ্ধে আসাদকে টিকিয়ে রাখতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে ইরান। এমনকি নিজেদের মিত্রকে ক্ষমতায় রাখতে বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করেছিল তেহরান।
রেডিওটুডে নিউজ/আনাম