শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

জম্মু-কাশ্মীরে ট্রাক খাদে পড়ে ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৭, ২৫ ডিসেম্বর ২০২৪

Google News
জম্মু-কাশ্মীরে ট্রাক খাদে পড়ে ৫ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চে মঙ্গলবার সেনাবাহিনীর একটি ট্রাক সড়ক থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে পাঁচ সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলেন, দুর্ঘটনাটি ঘটেছিল ঘারোয়া এলাকায়।

ওই সময় সেনাবাহিনীর গাড়িটি জেলার বানোই এলাকার উদ্দেশে যাত্রা করছিল।
ভারতীয় সেনাবাহিনীর ১৬তম কর্পস এক্সে এক পোস্টে বলেছে, পুঞ্চ সেক্টরে অপারেশনাল ডিউটির সময় দুর্ঘটনায় পাঁচ বীর সেনার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হোয়াইট নাইট কর্পসের সবাই গভীর শোক প্রকাশ করছে।

সেনাবাহিনী আরো জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং আহতরা চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দ্রুত প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের