বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টেলিগ্রামের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানীকে ঘিরে কিয়েভ অঞ্চলসহ নয়টি অঞ্চলে সেনা হামলা প্রতিহত করা হয়েছে। বিমান বাহিনীর মতে, আঘাত করা ড্রোনগুলো কিয়েভ অঞ্চলে এবং খমেলনিটস্কির পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ব্যক্তিগত সংস্থা এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় খমেলনিটস্কি অঞ্চলে একজন আহত হয়েছে এবং কিয়েভ অঞ্চলে একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানোর পর রোববার প্রতিশোধের হুঁশিয়ারি দেন পুতিন।
টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, ‘যারা যেভাবেই (রাশিয়াকে) ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে, তার জন্য অনুতাপ করবে।’ শনিবারের ড্রোন হামলাটি চালানো হয় কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায়।
রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি বহুতল ভবনে বেশ কয়েকটি ড্রোন আঘাত হানে। এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলী দেখা যায়। তবে ওই হামলায় কেউ নিহত হয়েছেন কি না, তা জানা সম্ভব হয়নি। কাজান শহরের দূরত্ব রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটার দূরে।
এর আগেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে দেশটির রাজধানী কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিলেন পুতিন। এ ছাড়া পশ্চিমাদের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমানঘাঁটি ও অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রেডিওটুডে নিউজ/আনাম