শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ২০ ডিসেম্বর ২০২৪

Google News
একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এতে এখন পর্যন্ত অন্তত দুইজন আহতের খবর পাওয়া যাচ্ছে। কিয়েভ সিটির মেয়র জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করেছে। খবর আল জাজিরার।

 প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের একটি অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, উত্তর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। 

স্থানীয় মিডিয়া আউটলেট কিয়েভ ইন্ডিপেনডেন্ট বলেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় একাধিক বিস্ফোরণ হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হলোসিভস্কি জেলায় একাধিক গাড়িতে আগুন ধরেছে। 

এ ছাড়া কিয়েভের সলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি এবং দিনিপ্রো জেলার নির্মাণ সাইটে আগুন ধরেছে। হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছে যে, রাশিয়ার বিমানঘাঁটি থেকে একটি মিগ-৩১ ফাইটার জেট হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের