সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটি থেকে অন্তত চার হাজার ইরানি সেনাকে বিমানযোগে সরিয়ে এনেছে রাশিয়া। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দাবি করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।
পুতিন জানান, তেহরান মস্কোর কাছে তাদের সেনাদের উদ্ধার করার জন্য আবেদন করেছিল। রুশ প্রেসিডেন্ট বলেন, হামাইমিম ঘাঁটি থেকে চার হাজার ইরানি যোদ্ধাকে উদ্ধার করে তেহরানে পাঠিয়েছি।
তবে পুতিনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ডসের সিনিয়র একজন কমান্ডার।
খাতাম-আল আনবিয়ার কেন্দ্রীয় সদরদপ্তরের ডেপুটি প্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, দীর্ঘদিন ধরে বহু ইরানি সিরিয়ায় বাস করতেন এবং রাশিয়া এদের বেশিরভাগকে ইরানে পাঠিয়েছে।
তারা ইরানি সেনা নয় বলে জানান আসাদি। তিনি বলেছেন, সিরিয়া থেকে আমরা নিজেরাই আমাদের অ্যাডভাইজরি ফোর্সকে সরিয়েছি।
মাত্র ১২ দিনের ঝড়ো আক্রমণে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী বাশার আল-আসাদের পতন ঘটায়। সেইদিন রাতেই সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ।
তিনি রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ মিত্র। বহু বছর থেকে সিরিয়ায় আসাদকে সামরিকভাবে সহায়তা করে আসছিল রাশিয়া ও ইরান।
রেডিওটুডে নিউজ/আনাম