ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই আগুন পরবর্তীতে পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভি
কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুনের ভয়াবহতা এত বেশি যে পাশে থাকা আরও কয়েকটি গাড়িতে তা ছড়িয়ে পড়েছে।
আগুনে দগ্ধদের উদ্ধার করে একটি হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকারীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো আকাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। যা কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে।
প্রাথমিক অবস্থায় জানা গেছে, কেমিক্যাল ভর্তি ট্রাকটি অন্য গাড়িতে ধাক্কা দেয়ার পরই আগুন ধরে যায়। তবে কতটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে তা জানা যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম