সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

Radio Today News

ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ১৮ ডিসেম্বর ২০২৪

Google News
ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের ওপরও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তাহলে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে। ওরা (ভারত) প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর অধিক কর চাপায়। অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি। 

এ প্রসঙ্গে ভারত ও ব্রাজিল দুই দেশের কথা তুলে ধরে তিনি বলেন, এ দুই দেশ মার্কিন পণ্যের ওপর অধিক পরিমাণ কর চাপায়। বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তাহলে যুক্তরাষ্ট্রও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপালে সমস্যা নেই, কিন্তু সে ক্ষেত্রে আমরাও পারস্পরিক শুল্ক চাপিয়ে দেব। বিবিসি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের