ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। এ নিয়ে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে ৪৪ হাজার ৮৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা ও রয়টার্সের।
স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার জেরে উদ্বাস্তু হওয়া পরিবারগুলো ওই পোস্ট অফিসে আশ্রয় নিয়েছিল। হামলায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গাজার সরকারি গণমাধ্যম বৃহস্পতিবারের হামলাকে ‘বর্বর ও জঘন্য গণহত্যা’ বলে অভিহিত করেছে। নিহতদের বেশির ভাগই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে তারা। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে ধুলা ও রক্তে লেপ্টে আছে ছোট বাচ্চারা।
হামাস ও গাজায় কর্মরত চিকিৎসাকর্মীরা জানান, নিহত ব্যক্তিরা মানবিক সহায়তার ট্রাকগুলো পাহারা দেওয়ার কাজে সম্পৃক্ত ছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত ব্যক্তিরা হামাসের যোদ্ধা ছিলেন। মানবিক সহায়তা সরবরাহে লুটের চেষ্টা করছিলেন তারা।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজাবাসীর জন্য আনা মানবিক সহায়তার ট্রাকগুলোর নিরাপত্তার কাজে নিয়োজিত অন্তত ৭০০ জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল মানবিক সহায়তা লুটপাট হওয়া ঠেকানোর কথা বারবার বললেও এসব হামলার মধ্য দিয়ে গাজাবাসীর জন্য মানবিক সহায়তা পাওয়া ঠেকাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম