বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা, তীব্র নিন্দা ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪২, ১৩ ডিসেম্বর ২০২৪

Google News
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা, তীব্র নিন্দা ডোনাল্ড ট্রাম্পের

রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, ‘যা ঘটছে, তা সম্পূর্ণ পাগলামি।’ টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েক শ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং এটিকে আরও খারাপ করে ফেলছি। এটা করতে দেওয়া উচিত হবে না।’

ভোটের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওপর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। যুদ্ধে কিয়েভের মনোবল বাড়াতে এটা ছিল বাইডেনের শেষ চেষ্টা।তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে বারবার এ অনুমোদন চেয়েছিলেন। কিন্তু শুরুতে যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি। 

গত মাসে অনুমোদন দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়ার ১৫ হাজার সেনাকে যুদ্ধ করতে ইউক্রেন পাঠিয়েছে রাশিয়া। মূলত এ কারণে নিজের মত পরিবর্তন করছেন বাইডেন।

প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেছেন, তিনি দ্রুত এ যুদ্ধের অবসান চান। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দিতে চাননি। 

তিনি টাইমকে বলেছেন, সাহায্য করার জন্য তাঁর কাছে ‘দারুণ একটি পরিকল্পনা আছে’। কিন্তু তিনি যদি এখন সেটি প্রকাশ করে দেন, তবে ‘সেটা প্রায় অর্থহীন একটি পরিকল্পনায় পরিণত হবে’।

তিনি ইউক্রেনকে পরিত্যাগ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একটি চুক্তিতে পৌঁছাতে চাই এবং আপনি যদি একটি চুক্তিতে উপনীত হতে চান, তার জন্য একমাত্র পথ পরিত্যাগ করা নয়।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের