বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

রক্ষক রাশিয়া আর আসাদকে রক্ষা করতে আগ্রহী ছিল না: ট্রাম্প

আন্তর্জাতিক

প্রকাশিত: ১৮:০২, ৮ ডিসেম্বর ২০২৪

Google News
রক্ষক রাশিয়া আর আসাদকে রক্ষা করতে আগ্রহী ছিল না: ট্রাম্প

বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে ব্যক্তিগত উড়োজাহাজে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আসাদের দেশ ছাড়ার পর রোববার নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তার প্রতিক্রিয়া জানান।

ট্রাম্প বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ার সমর্থন হারিয়ে "তার দেশ থেকে পালিয়ে গেছেন"।

তিনি আরও বলেন, "আসাদ চলে গেছে, তার রক্ষক ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে থাকা রাশিয়া, তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না।" খবর আল জাজিরা।

এর আগে আসাদ সরকারের পতনের পর প্রতিক্রিয়া জানিয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, "প্রেসিডেন্ট বাইডেন এবং তার দল সিরিয়ার অসাধারণ ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।"

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের