বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

মুসলিম দম্পতিকে বাড়ি বিক্রি করতে বাধ্য করল হিন্দু প্রতিবেশী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ৭ ডিসেম্বর ২০২৪

Google News
মুসলিম দম্পতিকে বাড়ি বিক্রি করতে বাধ্য করল হিন্দু প্রতিবেশী

হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন এক মুসলিম দম্পতি। ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মোরাদাবাদের অভিজাত এলাকায় একটি নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি। কিন্তু হিন্দু প্রতিবেশীরা ওই বাড়িতে তাঁদের উঠতে দেননি। প্রতিবেশিদের দাবি, এলাকাটি হিন্দু অধ্যুষিত, এখানে অন্য সম্প্রদায়ের কাউকে থাকতে দেওয়া উচিত নয়।

কয়েকদির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মোরাদাবাদের স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ করছেন। মেঘা অরোরা নামে একজন নারী বলছেন, ‘আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে থাকতে দেওয়া যায় না। এটি আমাদের নারীদের জন্য একটি নিরাপত্তার প্রশ্ন।’

বাড়িটির আগের মালিক ড. অশোক বাজাজ বিবিসিকে বলেন, ‘উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। এখন মুসলিম দম্পতি ওই বাড়িটি একজন হিন্দুর কাছে পুনরায় বিক্রি করবেন।’

এরপর ড. অশোক খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের শহরের পরিবেশ আর আগের মতো নেই, এই ঘটনার মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এমনটা ঘটবে, আমি কখনোই ভাবিনি।’

দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও নীতিশাস্ত্রের অধ্যাপক তানভীর আইজাজ বলেন, ‘ধর্মীয় মেরুকরণ এখন গ্রাম থেকে শহরেও শিকড় গেড়ে বসছে। এটি সম্পূর্ণ সংবিধানবিরোধী এবং একটি মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের