ইউক্রেনে পরাজয় এড়াতে সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। পশ্চিমা দেশগুলো রাশিয়ায় তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর এমন হুমকি দিলেন তিনি।
মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন আমাদের ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আমরা দেশটিতে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছি। যেন পশ্চিমারা বোঝে ইউক্রেনে যেন পরাজয় না হয় সেজন্য আমরা যে কোনো পন্থা ব্যবহারের জন্য প্রস্তুত আছি।
এদিকে কুরস্কে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস পেমেন্ট সিস্টেমের কাজও অব্যাহত রাখার কথা বলেছে রাশিয়া। এছাড়া ইউক্রেন-রাশিয়া শান্তি প্রতিষ্ঠায় ৩ পরিকল্পনার কথা বলেছেন তিনি। খবর আল-জাজিরার