বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

নাইজেরিয়ায় ২ শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ২ ডিসেম্বর ২০২৪

Google News
নাইজেরিয়ায় ২ শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৫৪

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। শুক্রবার ২ শতাধিক যাত্রী নিয়ে দেশটির নাইজার নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর বিবিসির

কর্তৃপক্ষ বলছে, নৌকায় থাকা ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন এখনও হাসপাতালে রয়েছেন। ডুবুরিরা এখনও নদীতে অভিযান চালাচ্ছেন। তবে নিখোঁজদের বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ।

নৌকাটি মধ্য নাইজেরিয়ার কোগি রাজ্য থেকে প্রতিবেশী নাইজার রাজ্যের একটি সাপ্তাহিক বাজারে যাওয়ার সময় ডুবে যায়। যাত্রীদের মধ্যে বাজারের ব্যবসায়ী ও ক্ষেতমজুর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তবে অনেক যাত্রীর পরনে লাইফ জ্যাকেট ছিল না।

স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, নৌকায় ঠিক কারা উঠেছিলেন সে সম্পর্কে সঠিক বিবরণ পাওয়া কঠিন কারণ সেখানে কোনও রেকর্ড রাখা ছিল না।

কোগি রাজ্যের গভর্নর উসমান ওডোডো সমস্ত হাসপাতালের নির্দেশ দিয়েছেন যে, বেঁচে থাকা ব্যক্তিরা যেন পর্যাপ্ত চিকিৎসাসহ খাদ্য সহায়তা পান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের