বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ১ ডিসেম্বর ২০২৪

Google News
এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ ‌‘কাশ’ প্যাটেলকে (৪৪) এফবিআই প্রধান হিসেবে নিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কাশ প্যাটেল নামেই বেশি পরিচিত। 

কাশ প্যাটেল এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে তিনি ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে একটি অনুসন্ধানী বই প্রকাশ করেছিলেন যার উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। 

যদিও এফবিআইর বর্তমান পরিচালক রেই-এর চাকরির মেয়াদ আরও তিন বছর রয়েছে। ২০২৭ পর্যন্ত তার মেয়াদ থাকলেও তাকে সরিয়ে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। 

কাশ প্যাটেলকে এ পদে নিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। এফবিআই প্রধানদের রাজনীতিমুক্ত রাখতে তাদের পদের মেয়াদ ১০ বছর নির্ধারণ করা হয়।

শনিবার এক ঘোষণায় বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।

তবে প্যাটেলের মনোনয়নে সিনেটে ডেমোক্র্যাটদের কাছ থেকে কিছুটা বিরোধিতা আসতে পারে। ট্রাম্প ক্ষমতায় এলেও রেই'র পদত্যাগের কোনো ইচ্ছে নেই বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। খবর-রয়টার্স

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের