ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো রণপ্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধি করা।
ইরানের নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও কর্মকর্তা আজ (বুধবার) সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।
ফার্সি ১৩৫৯ সালের সাত অযার মোতাবেক ১৯৮০ সালের ২৮ নভেম্বর ইরাকের বাথিস্ট শত্রুদের বিরুদ্ধে ইরানের পেইকান ফ্রিগেটের বীরত্বপূর্ণ সাফল্যের বার্ষিকী উপলক্ষে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী ইরানে এই দিবসকে নৌবাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আজকের বৈঠকে বর্তমান বিশ্বে নৌবাহিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বাহিনী হিসেবে অভিহিত করেন এবং অভিযান পরিচালনা, গোয়েন্দা তৎপরতা, সহায়তা প্রদান, নির্মাণ কাজ ও উদ্ভাবনী তৎপরতায় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী বিশেষ করে নৌবাহিনীর সকল কর্মকাণ্ড ও পরিকল্পনায় এই বাহিনীর প্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।