মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

যুক্তরাষ্ট্র-ফ্রান্সের চাপের মুখে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৩৫, ২৬ নভেম্বর ২০২৪

Google News
যুক্তরাষ্ট্র-ফ্রান্সের চাপের মুখে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

অবশেষে যুক্তরাষ্ট্র-ফ্রান্সের চাপের মুখে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল ও আল জাজিরা।

স্থানীয় সময় গতকাল সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে সোমবারও হিজবুল্লাহ তিন শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। হামলা থেকে রেহাই পায়নি ইসরায়েলি বিভিন্ন সামরিক স্থাপনা ও দক্ষিণাঞ্চলের নৌ ঘাঁটিও। তাছাড়া বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো বাদ যায়নি।

সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়েনেট’ বলেছে, ইসরায়েলের মনোভাব লেবাননকে জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের