মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

লেবাননে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:১৩, ২৬ নভেম্বর ২০২৪

Google News
লেবাননে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসছে

ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন লেবানন ও ইসরায়েলি কর্মকর্তারা। গতকাল সোমবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, চুক্তি বিষয়ক আলোচনায় বেশ অগ্রগতি এসেছে। এদিকে লেবাননের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। 

চুক্তি অনুমোদনের প্রস্তাব আজ মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় তোলা হবে বলে রয়টার্সকে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। এদিকে লেবানন পার্লামেন্টের ডেপুটি-স্পিকার ইলিয়াস বোসাব বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে বড় কোনো বাধা নেই। 

এর আগে, গত রোববার লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে নীতিগত অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্রের বরাতে এ তথ্য দেয় মার্কিন গণমাধ্যম সিএনএন। অবশ্য, দুই পক্ষের আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। 

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল–হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি লেবাননের ভেতরে স্থল অভিযানও শুরু করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৭৬৮ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজারের বেশি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের