ইসরায়েলে ৩৪০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে, বিশেষ করে তেল আবিবের আশপাশে, বিমান হামলা হয়েছে। এসময় লেবানন থেকে মোট ৩৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ইসরায়েলের আগের দিন বৈরুতের কেন্দ্রে চালানো হামলার পরপরই ঘটে এই হামলার ঘটনা। ইসরায়েলের ওই হামলায় অন্তত ২৯ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই হামলাকে যুদ্ধবিরতি প্রচেষ্টার বিরুদ্ধে রক্তাক্ত বার্তা বলে আখ্যা দিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম