ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধের ব্যাপারে আগামী কয়েকটি সপ্তাহ অত্যন্ত সংকটপূর্ণ। তিনি গতকাল বৃহস্পতিবার তেহরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসাম সাব্বাগের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহ যুদ্ধক্ষেত্র ও কূটনৈতিক প্রচেষ্টা উভয় ক্ষেত্রে প্রতিরোধ ফ্রন্টের ভূমিকা চলমান যুদ্ধের ভাগ্য নির্ধারণকারী ভূমিকা পালন করবে। তিনি যেকোনো পরিস্থিতিতে আগ্রাসনের শিকার প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।
তেহরান ও দামেস্কের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের প্রতি ইঙ্গিত করে কলিবফ বলেন, সিরিয়া প্রতিরোধ ফ্রন্টের সম্মুখসারিতে অবস্থান করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, আমাদের বর্তমান সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং এটি আমাদের গর্বের বিষয়।
বিগত দশকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার প্রতি তেহরানের সমর্থনের প্রসঙ্গ টেনে কলিবফ বলেন, আমরা দায়েশের আগ্রাসনের কঠিন দিনগুলোতে সিরিয়ার পাশে ছিলাম, বর্তমানেও আমরা সিরিয়া ও লেবাননের পাশে রয়েছি। আল্লাহর ইচ্ছায় বিজয় আমাদের সুনিশ্চিত।
রেডিওটুডে নিউজ/আনাম