পূর্ব ইউক্রেনের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী দখল করেছে। রাশিয়ার দখলকৃত গ্রামটির নাম ডালনে। এটির অবস্থান দোনেৎস্ক অঞ্চলে। বৃহস্পতিবার এ তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে গ্রাম দখলের বিষয়টি কোনো তথ্য জানায়নি ইউক্রেনের জেনারেল স্টাফ।
ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে, যেখানে রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় অনেকবার ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যূহ ভেঙে ফেলা চেষ্টা করছিল। এলাকাটিতে সশস্ত্র সংঘাত চলছিল।
তবে বার্তা সংস্থা রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
অবশ্য ইউক্রেনের জনপ্রিয় ‘ডিপস্টেট’ নামের সামরিক ব্লগে বলা হয়েছে, রাশিয়ার কাছে গ্রামটির পতন ঘটেছে। ইতোমধ্যে গ্রামটিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। শত্রুরা (রুশ বাহিনী) গ্রামটির সব অংশে অবস্থান নিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম