মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ২২ নভেম্বর ২০২৪

Google News
ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, জানালেন পুতিন

বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালায় রাশিয়া। এমন দাবিই করেছিল ইউক্রেন। তবে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, ভিন্ন তথ্য।

একইদিন জাতির উদ্দেশে আকস্মিক ভাষণ দেন ভ্লাদিমির পুতিন। বলেন, ইউক্রেনের আমেরিকান ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী নতুন একটি মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।  

তিনি জানান, ইউক্রেনের সামরিক ও শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এই আক্রমণের মাধ্যমে রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে দাবি করেন পুতিন। উল্লেখ্য, এটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অ-পারমাণবিক হাইপারসনিক সংস্করণ।  

পুতিন বলেন, এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার সুযোগ দিচ্ছে, সেসব দেশেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে।  

তবে তিনি এটাও জানান যে, রাশিয়া এমন হামলার আগে সতর্কবার্তা দেবে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে।

পুতিন আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের