বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

কিয়েভে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ২০ নভেম্বর ২০২৪

Google News
কিয়েভে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িক বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার বিমান হামলার শঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

কিয়েভে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, কিয়েভের মার্কিন দূতাবাস বুধবার সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। খবর রয়টার্সের।

মার্কিন নাগরিকদের সতর্ক করে বিবৃতিতে আরও বলা হয়, বিমান সতর্কতা জারি করা হলে, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেন, ন্যাটো দেশগুলোর সহযোগিতায় রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া চুপ থাকবে না।

এদিকে, রাশিয়ার দাবি, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে নভগোরড, কুরস্ক, বেলগোরড, ব্রায়ানস্ক এবং সামারা অঞ্চলে ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করেছে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের