বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ট্রাম্পের উপস্থিতিতে মহাকাশে রকেট পাঠাল মাস্কের স্পেস এক্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ২০ নভেম্বর ২০২৪

Google News
ট্রাম্পের উপস্থিতিতে মহাকাশে রকেট পাঠাল মাস্কের স্পেস এক্স

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এ রকেটটি উৎক্ষেপণ করে খবর বিবিসির।

স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই রকেট উৎক্ষেপণ দেখেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তার সঙ্গে ছিলেন মাস্ক।

মাস্কের কোম্পানির দাবি, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে।

মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে। স্পেস এক্স বলছে, এবার তাদের রকেটে কোনো নভোচারী নেই। তবে সেখানে একটি কলা বেঁধে দেওয়া হয়েছে।

এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিষ্ঠানটি। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় লাখ লাখ ডলার সহায়তা দিয়েছেন মাস্ক। এর প্রতিদানও দিয়েছেন ট্রাম্প। তিনি তাঁর নতুন দপ্তরের প্রশাসনে ইলন মাস্ককে বড় ভূমিকায় রাখার ঘোষণা দিয়েছেন। সেই কথা অনুযায়ী নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দিয়েছেন তাকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের