বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

Radio Today News

সুইজারল্যান্ডে ‘বোরকা নিষিদ্ধ’, আইন অমান্য করলে ১ হাজার ১৫০ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:২৯, ৯ নভেম্বর ২০২৪

Google News
সুইজারল্যান্ডে ‘বোরকা নিষিদ্ধ’, আইন অমান্য করলে ১ হাজার ১৫০ ডলার জরিমানা

আগামী বছর থেকে সুইজারল্যান্ডের পাবলিক প্লেসে ‘মুখ ঢাকা’ নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে। আইনটি ‘বোরকা নিষিদ্ধ’ নামে পরিচিত। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাদের প্রায় ১ হাজার ১৫০ ডলার জরিমানা করা হবে। বাংলাদেশি অর্থে যা প্রায় দেড় লাখ টাকার সমান। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সুইজারল্যান্ডে একটি গণভোট অনুষ্ঠিত হয়। এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই গণ রায় কার্যকর করা হবে।

তবে ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল মুসলিম গ্রুপগুলো। এছাড়া পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন। এটি খুবই কম ভোটের ব্যবধানে পাস হয়েছিল।

যে গ্রুপ এই গণভোট আয়োজনের ব্যবস্থা করেছিল সেটি ২০০৯ সাল থেকে সুইজারল্যান্ডে নতুন করে মসজিদের কোনো মিনার নির্মাণ নিষিদ্ধের ব্যবস্থা করেছিল। যদিও সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক মানুষ মুখ ঢাকা বোরকা পরেন। কিন্তু তা সত্ত্বেও মুসলিমদের জন্য এটি একটি কঠিন বিষয় হয়ে পড়বে।

যেসব স্থান ও কাজে মুখ ঢাকা যাবে

দেশটির সরকার জানিয়েছে এই নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।

এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। বিনোদনের ক্ষেত্রেও মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। মুখ ঢাকা যাবে বিজ্ঞাপনের কাজের বেলাতেও। এছাড়া ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। কিন্তু এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের