মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ঘোষিত ৪৬টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির ফলাফলে ট্রাম্প ২৯২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ২২৪টি। এখনও ফলাফল আসেনি অ্যারিজোনা, নেভাদা, নেব্রাস্কা ও মেইন অঙ্গরাজ্যের।
নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। বুধবার মার্কিন সময় বিকেলে ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য দেন। বক্তব্যে সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ করেন তিনি। এ সময় বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুরোধ করেন, ক্ষমতা গ্রহণ করতে যাওয়া রিপাবলিকান পার্টির সঙ্গে মিলে সবাইকে একসঙ্গে কাজ করারও। খবর সিএনএন।
কমলা হ্যারিস সমর্থকদের হতাশা না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতা হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি জানি অনেকে মনে করছেন, আমরা একটি অন্ধকার সময়ে প্রবেশ করছি। কিন্তু আমি আশা করি তা হবে না।
কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কমলা হ্যারিস আরও বলেন, আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞ। আমাদের সব ভালোবাসা দেশের জন্য।
মার্কিন রীতি অনুযায়ী, সাধারণত প্রতিটি নির্বাচনের পরই পরাজিত প্রার্থী সমর্থকদের সামনে আসেন এবং হার মেনে নিয়ে বক্তব্য দেন।
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কমলা নির্বাচন জেতার পর এখানেই জয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যে কারণে আগে থেকেই তার সমর্থকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হতে বলেছিলেন। গতকালও ক্যাম্পাসে হাজারো সমর্থক হাজির হয়েছিলেন। তবে নির্বাচনের ফলাফল আসতে শুরু করলে ধীরে ধীরে সমর্থকদের সংখ্যা কমতে থাকে।