সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের কর্মীরা মনে করছেন, এবারের নির্বাচনে সাতটি সুইং স্টেটের মধ্যে ৬টিতেই ট্রাম্প জয় পাবেন। এ কারণেই এমন জয়গাগুলোতে শেষ মুহূর্তের প্রচার চালানো হচ্ছে, যেসব জায়গায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা তুলনামূলক কম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার ভার্জিনিয়ার সমাবেশ করেছেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে বড় ব্যবধানে হেরেছিলেন ট্রাম্প।
এরপর গতকাল রোববার ভ্যান্স নিউ হ্যাম্পশায়ারে শেষ মুহূর্তের প্রচার চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখানেও তিনি জনমত জরিপে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে পিছিয়ে আছেন।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সর্বশেষ জরিপে দেখা গেছে, প্রতিটি সুইং স্টেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন ট্রাম্প ও কমলা। এমনকি আইওয়া অঙ্গরাজ্য, যেখানে ২০১৬ ও ২০২০ সালে জিতেছিলেন ট্রাম্প, সেখানেও এবার বিস্ময়করভাবে পিছিয়ে পড়েছেন ট্রাম্প।
ট্রাম্পের প্রচার শিবিরের একটি সূত্র বলেছে, আইওয়ার জনমত জরিপ বিভ্রান্তিকর ও অদ্ভূত। আমরা বিশ্বাস করি, আইওয়াতে অবশ্যই ট্রাম্প জিতবেন।
আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ৬৮ মিলিয়নের (৬ কোটি ৮০ লাখ) বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সমর্থনের দিক থেকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমানতালে এগোচ্ছেন। এ অবস্থায় জয়–পরাজয়ের বিষয়টি মূলত নির্ভর করছে উইসকনসিন, মিশিগানসহ দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে কে এগিয়ে বা পিছিয়ে আছেন, সেটির ওপর।
রেডিওটুডে নিউজ/আনাম