শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

২০ পৌষ ১৪৩১

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

২০ পৌষ ১৪৩১

Radio Today News

কনজারভেটিভ পার্টির নতুন প্রধান কেমি ব্যাডেনক, ঋষি সুনাক বাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ৪ নভেম্বর ২০২৪

Google News
কনজারভেটিভ পার্টির নতুন প্রধান কেমি ব্যাডেনক, ঋষি সুনাক বাদ

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কেমি ব্যাডেনক। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী কেমি। শনিবার নির্বাচিত হয়েই দলের প্রতিষ্ঠিত মূলনীতিতে ফিরে ভোটারদের আস্থা ফেরাতে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

কেমি বলেন, তাদের দল বামপন্থি সরকারের মতো পরিচালনা করার কারণে রাজনৈতিক কেন্দ্র থেকে সরে গেছে। তাই এখন দলটির ঐতিহ্যবাহী আদর্শে ফিরে আসা উচিত। যুক্তরাজ্যের একটি প্রধান রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নারী নেতা হিসেবে কেমি ডানপন্থি সুর নিয়ে কাজ শুরু করবেন। তিনি সম্ভবত রাষ্ট্রের আকার ছোট করার নীতিকে সমর্থন করবেন এবং তাঁর মতে, প্রতিষ্ঠানিক বামপন্থি চিন্তাকে চ্যালেঞ্জ করবেন।

মাসব্যাপী নেতৃত্ব প্রতিযোগিতার চূড়ান্ত গণনার দিন সমর্থকদের তিনি বলেন, সত্য বলার সময় এসেছে। কনজারভেটিভরা কেন গত জুলাইয়ের নির্বাচনে এত বাজেভাবে পরাজিত হয়েছিলেন, তা নিয়ে মূল প্রশ্নগুলোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেন, এখন কাজ করার সময়, এখন নবজাগরণের সময়। খবর রয়টার্সের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের