শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

২০ পৌষ ১৪৩১

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

২০ পৌষ ১৪৩১

Radio Today News

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ৩ নভেম্বর ২০২৪

Google News
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ

রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যদি এই সংঘাত জিইয়ে রাখার পদক্ষেপ অব্যাহত রাখেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনোর ঝুঁকি বাড়বে।

শনিবার এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, পরবর্তী মার্কিন নেতা যদি রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও আগুন ঢালতে থাকেন, তাহলে তা একটি ভয়াবহ ভুল হবে। এটি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যাবে। তিনি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস উভয়কেই সতর্ক করে দিয়ে বলেন, ‘যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সে অত্যন্ত গুরুতর ভুল করবে’।

সাবেক এই রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন ‘ডিপ স্টেট’ বা প্রশাসনিক প্রভাবশালী শক্তিও বিশ্বযুদ্ধ চায় না। কারণ যদি পৃথিবী অচল হয়ে পড়ে, তবে তারাও টিকে থাকতে পারবে না। তিনি এ সময় মার্কিন অভিজাতদের উদ্দেশ্য করে বলেন, ‘তারা যদি মনে করে রাশিয়া তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকবে, তবে তারা মস্ত বড় ভুলের মধ্যে বাস করছে’। সূত্র: তাস

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের