শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪,

১৭ কার্তিক ১৪৩১

শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪,

১৭ কার্তিক ১৪৩১

Radio Today News

আমরাই জিতবো আগামী নির্বাচন: ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ১ নভেম্বর ২০২৪

Google News
আমরাই জিতবো আগামী নির্বাচন: ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস

মার্কিন নির্বাচন যখন একদম নিকটে তখন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এই নির্বাচনে জয় পাবেন বলে প্রত্যাশা করেছেন। দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যের এক সমাবেশে দেওয়া বক্তব্যে হ্যারিস বলেছেন, আমরাই আগামী নির্বাচনে জিতবো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে কমলা বলেন, ‘ট্রাম্প নির্বাচিত হলে দেখা যাবে তিনি তার শত্রুদের তালিকা নিয়ে অফিসে প্রবেশ করছেন। কিন্তু যখন আমি নির্বাচিত হব, তখন আমি একটি টু-ডু লিস্ট (করণীয় তালিকা) করার কাজে মন দিব।’

এসময় কমলা আরও জানান, তিনি তার করণীয় তালিকার শীর্ষে রেখেছেন মানুষের জীবনযাত্রার খরচ কমিয়ে আনা, গর্ভপাত, স্বাস্থ্যসেবাসহ আরও যেসব খাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো। এসময় তিনি স্বাস্থ্যসেবার খরচ কমানোর প্রতিশ্রুতি দেন।
 
এসময় গর্ভপাতের বিষয়ে কমলা বলেন, ‘একজন নারী তার শরীরের বিষয়ে কী সিদ্ধান্ত নিবেন, তা তার মৌলিক স্বাধীনতা। এখানে সরকার তাকে কী বলবে, সেটি তাকে অনুসরণ করতে হবে না।’

তরুণ ভোটারদের, বিশেষ করে যারা এবার প্রথম ভোট দেবেন তাদের উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের প্রজন্মকে ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসি।’ হ্যারিস বলেন, ‘তোমরা পরিবর্তনের জন্য মুখিয়ে আছ। তোমরাই কেবল জলবায়ু সংকট সম্বন্ধে জানো। তোমরা আমাদের গ্রহ, আমাদের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্বে নেতৃত্ব দিচ্ছ।’

এসময় কমলা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন একজন প্রতিবাদকারী উচ্চস্বরে বলে ওঠেন ‘সিজফায়ার নাউ’। প্রতিবাদকারী ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের শ্লোগান দিচ্ছিলেন। সেই প্রতিবাদকারীর কথার উত্তর দিতে গিয়ে কমলা বলেন যে তিনিও চান যে গাজার যুদ্ধ বন্ধ হোক। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের