উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মিসাইলটি ৮৬ মিনিট উড়ে দেশটির পূর্বে সাগরে পড়েছে। কোন ক্ষেপণাস্ত্র এতো দীর্ঘ সময় ধরে উড়ার এটি প্রথম রেকর্ড। দক্ষিণ কোরিয়া এবং জাপান এই তথ্য দিয়েছে।
উত্তর কোরিয়া এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। সেটি ৭৩ মিনিট উড়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল।
এবারের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি প্রায় সাত হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে। এবার ক্ষেপনাস্ত্রটি উর্ধে ছোড়া হয়েছিল। এর অর্থ হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র যদি আরও নিচু করে ছোঁড়া হতো তাহলে আরও বেশি পথ অতিক্রম করতো।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই পরীক্ষা এমন এক সময়ে চালানো হয়েছে যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়া এই পরীক্ষা চালানোর উদ্দেশ্য হচ্ছে এমন অস্ত্র তৈরি করা যেটি অনেক উঁচু দিয়ে বহুদূর পর্যন্ত যেতে পারে।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, “ এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেবার ইচ্ছা প্রতিফলিত হয়েছে।” সূত্র: বিবিসি
রেডিওটুডে নিউজ/আনাম