আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ক্ষমতায় এলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাবেন বলে মন্তব্য করেছেন আরেক প্রার্থী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বুধবার উইসকনসিনে নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন তিনি। আবারও প্রেসিডেন্ট হতে পারলে মূল্যস্ফীতি ও ট্যাক্স কমানোর আশ্বাস দেন রিপাবলিকান এই প্রার্থী। এদিকে, ট্রাম্প আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন কমলা হ্যারিস।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীরা। গতকাল বুধবার সুইং স্টেট উইসকনসিনে নির্বাচনী সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এসময়, মার্কিন ভোটারদের মূল্যস্ফীতি ও ট্যাক্স কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। সমাবেশে বাইডেনের মন্তব্যের সমালোচনা করে ‘রিপাবলিকান সমর্থকরা আমেরিকার প্রাণ’ বলেও জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘কমলা হ্যারিস ও জো বাইডেন আমাদেরকে আবর্জনা বলেছে। কিন্তু আমি বলছি, আপনারা আমেরিকার প্রাণ। আপনারাই এই দেশ তৈরি করেছেন। দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। নানাভাবে তারা দেশের কল্যাণে অবদান রাখছে।’
তবে, রিপাবলিকান সমর্থকদের আবর্জনা বলা হয়নি বলে এর আগে নিশ্চিত করেন বাইডেন।