রোববার,

২৭ অক্টোবর ২০২৪,

১২ কার্তিক ১৪৩১

রোববার,

২৭ অক্টোবর ২০২৪,

১২ কার্তিক ১৪৩১

Radio Today News

"বুদ্ধিমত্তার সঙ্গে যেকোনো হামলার প্রতিশোধ নেবে ইরান"

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ২৭ অক্টোবর ২০২৪

Google News

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার ঘটনায় পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান।  

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনো হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিশোধ নেবে।

ইরানের গণমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির প্রধান নির্বাহী রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘ইরানের শত্রুদের জানা উচিত যে, যোদ্ধা জাতি হিসেবে নিজের মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে ইরান। তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে যেকোনো অন্যায়ের জবাব দেবে। ’

তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের অবস্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি।   ইরান দাবি করেছে, ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে।

তবে ইসরায়েলের এ হামলায় তাদের চার সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী।   দেশের প্রতিরক্ষায় জীবন বিসর্জন দেওয়া শহীদ সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের