মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

Radio Today News

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ২২ অক্টোবর ২০২৪

Google News
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে জরুরি অবস্থা

ইসরায়েলের তেল আবিবে জরুরি অবস্থার ঘোষণা দিয়ছে দেশটির সেনাবাহিনী। এছাড়া বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর হামলার জেরে এই পরিস্থিতির উদ্রেক হয়েছে বলে জানা গেছে।

এর আগে, হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবের শহরতলীর নিরিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে বড় আকারে বিস্ফোরণের সূত্রপাত হয়।

আজ সকালের এই হামলায় তেল আবিবে আকাশ পথে আসা হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলীতে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অপর এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার উত্তর পশ্চিমে অবস্থিত 'স্টেলা মারিস নৌঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালিয়েছে'। এর আগে তারা জানিয়েছিল, তেল আবিবের শহরতলীতে দুইটি অবস্থানে হামলা চালিয়েছে তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের