মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

Radio Today News

হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২২ অক্টোবর ২০২৪

Google News
হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার কয়েকদিনের মাথায় লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। 

গতকাল সোমবার (২১ অক্টোবর) ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, হিজবুল্লাহর অর্থবিষয়ক সর্বশেষ কমান্ডারকে সিরিয়ায় ‘নির্মূল’ করা হয়েছে। যদিও হিজবুল্লাহর এই কমান্ডারের নাম প্রকাশ করেনি ইসরায়েল।

গতকাল ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, এই ব্যক্তি ইরান-সমর্থিত হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০’-এর প্রধান ছিলেন। ইরানের তেল বিক্রির মাধ্যমে সংগঠনে অর্থ স্থানান্তরসহ হিজবুল্লাহর তহবিল জোগানোর দায়িত্বে ছিলেন তিনি।

এসময় তিনি উল্লেখ করেন, ‘কয়েক ঘণ্টা আগে সিরিয়ায় এই কমান্ডারকে নির্মূল করা হয়েছে।’

হাগারি আরও বলেন, মোহাম্মদ জাফর কায়সার ছিলেন এই ইউনিটের নেতৃত্বে যাকে শেখ সালাহও বলা হতো। জাফর বছরের পর বছর ধরে হিজবুল্লাহর আয়ের প্রধান উৎস দেখভাল করে আসছিলেন বলেও দাবি করেন হাগারি।

উল্লেখ্য, গত মাসের শেষদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের