মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

Radio Today News

প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৫, ১৯ অক্টোবর ২০২৪

Google News
প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান

সৌদাবেহ জরগাহম নেজাদকে ইরানের কুর্দিস্তান প্রদেশের প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তাকে অভিনন্দনও জানানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে ইরান সরকারের নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, জরগাহম নেজাদের এই নিয়োগ ইরানে নারীদের দক্ষতার প্রতিফলন।

কুর্দিস্তানের গভর্নর হিসেবে নিয়োগের আগে জরগাহম নেজাদ কুর্দিস্তান গভর্নর জেনারেলের কার্যালয়ের নারী বিষয়ক বিভাগে কাজ করছিলেন।

তার এই নিয়োগটি মূলত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ। যার লক্ষ্য ছিল সরকারি পদগুলোতে লিঙ্গ বৈষম্য কমানো।

এছাড়া এই নিয়োগটি এমন এক সময়ে হলো, যখন দুই বছরেরও বেশি সময় আগে কুর্দি বংশোদ্ভূত তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। যা পরবর্তীতে বিদেশী মিডিয়া ও এজেন্টদের দ্বারা সহিংস দাঙ্গায় রূপ নিয়েছিল। সূত্র: ইরনা

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের