শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

সিনওয়ার হত্যার ঘোষণাকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৬, ১৮ অক্টোবর ২০২৪

Google News
সিনওয়ার হত্যার ঘোষণাকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে, এমন ঘোষণা দেওয়ায় ইসরায়েলকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলছেন, এটি ইসরায়েলের জন্য স্বস্তি এবং গাজা যুদ্ধের সমাপ্তির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া।

ইসরায়েল সিনওয়ারকে হত্যার দাবি করলেও হামাসের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। বৃহস্পতিবার বাইডেন বলেন, হামাস প্রধানকে হত্যার ঘটনা সংঘাতের ‘রাজনৈতিক সমঝোতা’র একটি সুযোগ।

সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করে ঘোষণা দেওয়ার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আজ ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের জন্য একটি শুভ দিন। আজ... আরও একবার প্রমাণিত হলো, বিশ্বের কোথাও সন্ত্রাসীরা বিচার থেকে পালাতে পারে না, তা যত সময়ই লাগুক না কেন।

মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, সিনওয়ারসহ হামাসের অন্য নেতাদের অবস্থান চিহ্নিত করতে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ে তেহরানে এক হামলায় নিহত হন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের