শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

হামাসপ্রধান সিনওয়ার নিহত, যা বললেন নেতানিয়াহু

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৮:০৭, ১৮ অক্টোবর ২০২৪

Google News
হামাসপ্রধান সিনওয়ার নিহত, যা বললেন নেতানিয়াহু

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী বা মান্টারমাইন্ড হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে ইসরাইল বাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরাইল বাহিনীর পক্ষ থেকে এমনটা দাবি করা হয়। খবর রয়টার্সের।

সিনওয়ারকে হত্যা ইসরাইলের বড় একটি সাফল্য এবং দীর্ঘ সময় ধরে চলা এ যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তাকে হত্যার পর গাজা যুদ্ধ নিয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেবে ইসরাইল, এমন একাধিক প্রেক্ষপট সামনে এসেছে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চলবে। 

ইসরাইল সামারিক বাহিনী জানিয়েছে, বুধবার (১৬ অক্টোবর) দক্ষিণ গাজা উপত্যকায় এক অভিযানে সিনওয়ারকে হত্যা করা হয়। তবে তার দেহ শনাক্ত করার পর নিশ্চিত করা যাবে সে হত্যা হয়েছে কিনা।

এদিকে ইসরাইলি হামলায় ইয়াহিয়া সিনওয়ার হত্যা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হামাস। তবে সশস্ত্র সংগঠন হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজায় ইসরাইলি হালায় সিনওয়ার নিহত হয়েছেন।

সিনওয়ারকে হত্যার পর হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তি নিয়ে আশার আলো দেখছে পরিবারগুলো। তারা ধারণা করছেন, দ্রুতই যুদ্ধবিরতির মাধ্যমে তাদের কাছে থাকা জিম্মিরা ফিরতে পারবে। 

গাজায় গত এক বছর ধরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ অবস্থায় জিম্মিদের পরিবারগুলো এখনো আশায় বুক বেঁধে আছেন স্বজনদের ফেরা নিয়ে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের