শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

Radio Today News

লেবাননে এ পর্যন্ত কয় জনকে হত্যা করল ইসরাইল?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫১, ৫ অক্টোবর ২০২৪

Google News
লেবাননে এ পর্যন্ত কয় জনকে হত্যা করল ইসরাইল?

লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। দখলদার বাহিনী গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে নতুনকরে হামলা শুরু করেছে। এখনও তা চলছে।

পার্সটুডে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ইসরাইলের ব্যাপক হামলায় এ পর্যন্ত দুই হাজার ২৩ জন বেসামরিক লেবাননি শহীদ হয়েছেন। এদের মধ্যে ১২৭টি শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৯ হাজার ৫২৬ জন।

ইসরাইলের নির্বিচার হামলার কারণে এ পর্যন্ত ১২ লাখ লেবাননি ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের এখন জরুরি ভিত্তিতে আশ্রয়কেন্দ্র, খাদ্য, পানি, পোশাক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দরকার।

এদিকে, দক্ষিণ লেবাননের 'বিনতে জাবিল' শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরাইল। গতরাতে বিনতে জাবিল শহরের 'শহীদ সালাহ গানদুর' হাসপাতাল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়।

এর ফলে ৯ জন লেবাননি মারাত্মক আহত হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার লঙ্ঘন করে লেবাননে নির্বিচারে মানুষ হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের