শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

Radio Today News

মুসলিম ভোটারদের কাছে দু:খপ্রকাশ করলেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ৫ অক্টোবর ২০২৪

Google News
মুসলিম ভোটারদের কাছে দু:খপ্রকাশ করলেন

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব–আমেরিকান ও মুসলিম ভোটাররা। যুক্তরাষ্ট্রের মিশিগানের ফ্লিন্টে আরব আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে দেখা করেন এবং বলেন তিনি তাদের পাশে আছেন। সূত্র , রয়টার্স

অন্যদিকে ডোনাল্ড  ট্রাম্প ইসরায়েলকে এ হামলা চালানোর জন্যে অভিনন্দন জানিয়েছেন। এর আগে ভাইস প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট প্রার্থীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডান ভার্চুয়াল বৈঠকে মুসলিম সম্প্রদায়ের নেতাদের বলেন, ডেমোক্র্যাট (বাইডেন) প্রশাসন গাজায় যুদ্ধবিরতি, লেবাননে কূটনৈতিক সমাধান এবং ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সমর্থন করেন।

মুসলিম ও আরব ভোটারদের সঙ্গে নিজের দূরত্ব কমাতে সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন কমলা হ্যারিস। ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটারেরা খোলামেলাভাবেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের