শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

Radio Today News

আমি হারলে এর দায় ইহুদি-আমেরিকান ভোটারদের ওপর বর্তাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ২০ সেপ্টেম্বর ২০২৪

Google News
আমি হারলে এর দায় ইহুদি-আমেরিকান ভোটারদের ওপর বর্তাবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের কাছে হেরে গেলে এর দায় ইহুদি-আমেরিকান ভোটারদের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল ন্যাশনাল সামিটে বক্তৃতার সময় এ কথা বলেন তিনি। এ সময় দুঃখ করে আমেরিকান ইহুদিদের মধ্যে কমলাকে সমর্থন করার প্রবণতা দেখছেন বলেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে সম্ভবত দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে যুক্তি দেখান রিপাবলিকান এ প্রার্থী। আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন। কেননা, তাদের মধ্যে ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার প্রবণতা রয়েছে। তিনি বলেন, এ নির্বাচনে যদি আমি জয়ী না হই, তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপে কমলাকে সমর্থন জানিয়েছেন ৬৫ শতাংশ এবং ৩৪ শতাংশের সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে।

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের