শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

Radio Today News

এবার হিজবুল্লাহর হামলায় ২ ইসরাইলি সেনা নিহত

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ২০ সেপ্টেম্বর ২০২৪

Google News
এবার হিজবুল্লাহর হামলায় ২ ইসরাইলি সেনা নিহত

সীমান্তে ড্রোন হামলায় এবার ইসরাইলি দুই সেনা নিহত হয়েছেন। এই হামলা হিজবুল্লাহ চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

বৃহস্পতিবার ইসরাইলের উত্তরাঞ্চলে এই হামলা হয়। একজন নিহত হয় ড্রোন হামলায়। আরেকজন মারা যায় ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেওয়ার সময়। এই ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহ ছুঁড়েছে বলে দাবি করা হয়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। তারা হিজবুল্লাহর ৭টি সাইটে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এর মধ্যে ৬টি অবকাঠামো সাইট এবং একটি অস্ত্র রাখার গুদাম।   আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল চিহিন, তাইয়িবে, ব্লিদা, মেইস এল জাবাল, এইতারন ও কারকেলা এলাকায় এসব বিমান হামলা চালিয়েছে। লেবানন থেকে ইসরাইলের এলাকায় ঢুকে পড়ে দুটো ড্রোন। পড়ে সেগুলো ভূপাতিত হয়।

মঙ্গলবার একযোগে লেবাননজুড়ে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয়। পেজারগুলোতে আগে থেকেই স্বল্প পরিমাণে শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্যবহারকারীরা পেজারে আসা একটি বার্তা গ্রহণ করতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত ও প্রায় ২ হাজার ৮০০ জন আহত হন।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের