বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির, ক্ষুব্ধ নয়াদিল্লি

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Google News
ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির, ক্ষুব্ধ নয়াদিল্লি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে আছেন, সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। ইসলামের শত্রুরা সর্বদাই মুসলিম উম্মাহ হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে উদাসীন করার চেষ্টা করেছে।

সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি।  পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে এ তুলনা করেন এই ধর্মীয় নেতা।  তবে তার এ বক্তব্য অগ্রহণযোগ্য বলে দাবি করেছে নয়াদিল্লি। এমনকি খামেনির এ মন্তব্যের নিন্দা জানিয়েছে মোদি সরকার। খবর এনডিটিভির। 

খামেনির এক্সবার্তার পর এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ভারতে সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এগুলো ভুল তথ্য ও অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করছে, তারা যেন অন্যদের নিয়ে মতামত দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের