বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ নিহত ৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪

Google News
জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ নিহত ৪

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে বন্দুকযুদ্ধে অন্তত দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া নিরাপত্তার বাহিনীর পৃথক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে নামে।

এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

অপরদিকে কাথুয়ায় নিরাপত্তার বাহিনীর আরেক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে ভোট। ভোটের মুখে ক্রমেই  উত্তপ্ত হচ্ছে এলাকাটি।  এর আগে জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের