মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

Radio Today News

যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ একমত হামাস-ইসরায়েল: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৪

Google News
যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ একমত হামাস-ইসরায়েল: ব্লিঙ্কেন

গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে হামাস ও ইসরায়েল ৯০ শতাংশ একমত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, চুক্তির ৯০ শতাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। উভয় পক্ষকে অনুরোধ করেছি, যেন বাকি ১০ শতাংশ নিয়েও মতৈক্যে পৌঁছায় এবং যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করে। খবর রয়টার্সের।

ব্লিঙ্কেন বলেন, এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া বাকি আছে। যেসব বিষয়ের এখনো ফয়সালা হয়নি, তার মধ্যে আছে ফিলাডেলফি করিডোর। এটি গাজা উপত্যকা ও মিসরের সীমান্তে পড়েছে। এছাড়া ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিরা কীভাবে মুক্তি পাবেন, সেটা নিয়েও মতভেদ রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আশা করছি, মধ্যস্থতাকারী মিসর ও কাতার আমাদের ভাবনার কথা হামাসকে জানাবে। আমরা ইসরায়েলের সঙ্গে কথা বলব। তারপর দেখব, কেমন করে বাকি বিষয়গুলো নিয়ে একমত হওয়া যায়।

এদিকে মার্কিন নিউজ চ্যানেল ফক্সকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এখনও চুক্তি হওয়ার মতো অবস্থা আসেনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের