মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

Radio Today News

কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর প্রাণহানি, গুরুতর আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:১৩, ৬ সেপ্টেম্বর ২০২৪

Google News
কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর প্রাণহানি, গুরুতর আহত ১২

কেনিয়ায় একটি স্কুল আগুন লেগে অন্তত ১৭ ছাত্রের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় আরও ১২ জনের বেশি স্কুলছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময়ে দেশটির নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

দেশটির পুলিশ বলছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আগুনকে ‘ভয়াবহ’ ও ‘বিধ্বংসী’ উল্লেখ করে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, এ ঘটনায় দায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। 

এদিকে পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, উদ্ধার হওয়া মৃতদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই। 

ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ থাকার পাওয়া রয়েছে বলে জানান পুলিশের ওই মুখপাত্র।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ‍পিউস মুরুগু বলেন, যে ডরমিটরিতে আগুন লাগে সেখানে ১৫০ জন স্কুলছাত্র ছিল। কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্কুলটিতে ৮২৪ জন ছাত্র ছিল, যাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। ঘটনা তদন্তে ইতিমধ্যে সেখানে তদন্ত দল পৌঁছেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের