মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

Radio Today News

দোষ স্বীকারে সম্মত জো বাইডেনের ছেলে হান্টার

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ৬ সেপ্টেম্বর ২০২৪

Google News
দোষ স্বীকারে সম্মত জো বাইডেনের ছেলে হান্টার

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ২০১৬-১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর ফাঁকি দেয়ার অভিযোগ ছিল হান্টার বাইডেনের বিরুদ্ধে। ৫৪ বছর বয়সী হান্টার প্রথমে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে এবার দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর প্রক্কালে হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়।

এ সময় ফেডারেল আদালতে বিচারক মার্ক স্কারসি বলেন, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫ লাখ থেকে ১০ লাখ ডলার। এ বিষয়ে হান্টার অবগত কি না, তা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন, ‘আমি জানি।’

এর আগে গত জুনে অস্ত্র রাখা এবং মাদক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত অভিযোগে একটি মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার। অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টারের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।  দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্টের সন্তানের অপরাধী সাব্যস্ত হওয়ার সেটিই ছিল প্রথম ঘটনা।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের