রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

Radio Today News

রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ১৫ জুলাই ২০২৪

আপডেট: ১৩:২৭, ১৫ জুলাই ২০২৪

Google News
রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেনসিলভানিয়ায় একটি সমাবেশে দেওয়া ভাষণে বলেন, রাজনীতিতে তীব্র মতবিরোধ ও উচ্চ অংশীদারিত্ব থাকা সত্ত্বেও তা কখনোই সহিংসতায় পরিণত হওয়া উচিত নয়। তিনি বলেন, রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। এটি হওয়া উচিত শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র। খবর বিবিসি।

বাইডেন এই বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের পর। শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। গুলি তার কানে লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে দ্রুত স্টেজ থেকে সরিয়ে নিয়ে যান।

বাইডেন বলেন, আমাদের রাজনীতি কখনোই সহিংসতায় রূপান্তরিত হওয়া উচিত নয়। চরমপন্থা ও ক্রোধের পরিবর্তে শালীনতা ও অনুগ্রহ থাকা উচিত।  

তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যালট বাক্সের মাধ্যমে পরিচালিত করা উচিত, বুলেটের মাধ্যমে নয়। আমেরিকাকে পরিবর্তনের ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত, কোনও হত্যাকারীর হাতে নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের