মঙ্গলবার,

০২ জুলাই ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

মঙ্গলবার,

০২ জুলাই ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

Radio Today News

ইসরাইলকে নতুন করে ৫০০ পাউন্ডের আরো ১,৭০০ বোমা দেবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২৯ জুন ২০২৪

Google News
ইসরাইলকে নতুন করে ৫০০ পাউন্ডের আরো ১,৭০০ বোমা দেবে আমেরিকা

মার্কিন সরকার গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যায় সহযোগিতা করার অংশ হিসেবে ইহুদিবাদী ইসরাইলকে নতুন করে ৫০০ পাউন্ড ওজনের আরো হাজার হাজার বোমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন চালানোর কারণে এই বোমার চালান ‘স্থগিত’ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

একজন মার্কিন ও একজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে নিউজ ওয়েবসাইট ‘এক্সিওস’ জানাচ্ছে, ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের চলতি ওয়াশিংটন সফরে ১,৭০০টি ৫০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহ করতে রাজি হয়েছে মার্কিন সরকার। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরাইলি কর্মকর্তা বলেন, “ওয়াশিংটনের বৈঠকগুলোতে আমাদেরকে জানানো হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে রাফা অভিযান শেষ হওয়ার পর ৫০০ পাউন্ডের বোমাগুলো ‘অবমুক্ত’ করা হবে।”

রাফা শহরে ইসরাইলি অভিযানে প্রচুর বেসামরিক মানুষের রক্তপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গত মাসে এই বোমার চালান স্থগিত করেছিল আমেরিকা। এই চালানে ২,০০০ পাউন্ড ওজনের বোমাও রয়েছে বলে জানা গেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় চালানো ভয়াবহ গণহত্যায় প্রায় ৩৮,০০০ মানুষকে হত্যা করেছে ইসরাইল যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই গণহত্যায় মূলত আমেরিকার বোমাসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে মানবতার শত্রু  ইসরাইল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের