রোববার,

৩০ জুন ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

রোববার,

৩০ জুন ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

Radio Today News

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা পণ্ড, গ্রেপ্তার হলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ জুন ২০২৪

আপডেট: ০৯:৪০, ২৭ জুন ২০২৪

Google News
বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা পণ্ড, গ্রেপ্তার হলেন সেনাপ্রধান

সরকারি ভবনের সামনে সৈন্য ও ট্যাংক পাঠিয়ে অভ্যুত্থানের চেষ্টা করায় বলিভিয়ার সেনাপ্রধান জুয়ান জোসে জুনিগাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ জুন) বিকালে সৈন্যরা ট্যাংক সমেত বলিভিয়ার প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেসের সম্মুখের প্লাজা মুরিলোতে প্রবেশ করে, যাকে বিশ্ব সম্প্রদায় গণতন্ত্রের ওপর হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। খবর এএফপির।

একটি ট্যাংক প্রেসিডেন্ট ভবনের ধাতব দরজা ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে।

এসময় পদচ্যুত সেনাপ্রধান জুনিগা বলেন, সামরিক বাহিনী বলিভিয়ার গণতন্ত্রকে পুনর্বিন্যাস করতে চায় এবং দেশ যাতে কয়েকজন ব্যক্তি কর্তৃক ৩০-৪০ বছর ধরে শাসিত না হয় সেটি নিশ্চিত করতে চায়।

এর কিছুক্ষণ পরেই সৈন্যরা ও ট্যাংকগুলো প্রেসিডেন্ট ভবন থেকে সরে আসে। অভ্যুত্থানটি পাঁচ ঘণ্টা স্থায়ী হয়েছিল।

বুধবার রাতে জুনিগাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাইয়া হয়। এর কিছুক্ষণ আগে টেলিভিশনে প্রচারিত ফুটেজে তাকে সামরিক ব্যারাকের বাইরে ভাষণ দিতে দেখা গেছে।

এদিকে, সমর্থকদের উদ্দেশ্যে বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেন, আমাদের গণতন্ত্রকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।

এর আগে আর্স বলিভিয়ার জনগণকে অভ্যুত্থানের বিরুদ্ধে একত্রিত হতে আহ্বান জানিয়েছিলেন।  

গ্রেপ্তার হওয়ার আগে জুনিগা জানিয়েছিলেন প্রেসিডেন্ট আর্সই তাকে অভুত্থান করতে বলেছিলেন। এর ফলে তিনি দেশব্যাপী ধরপাকড় চালাতে পারতেন যা তার অবস্থানকে আরও শক্ত করতো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের