শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ৫

আন্তর্জাতিক

প্রকাশিত: ০৯:০৭, ১৬ এপ্রিল ২০২৪

Google News
ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ৫

ভারতের উড়িষ্যায় একটি যাত্রীবাহী বাস ফ্লাইওভার থেকে নিচে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

জানা গেছে, সোমবার রাতে পুরী থেকে একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি ফ্লাইওভার থেকে সোজা নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে উদ্ধারকাজ শুরু হয়।

আহতদের উদ্ধার করে ধর্মশালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

এ দুর্ঘটনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক জানিয়ে তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকার যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের